শিরোনাম
‘বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি জামায়াতের কারণে’
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭, ১৪:৪৮
‘বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি জামায়াতের কারণে’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের পায়তারা করছে’- বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ সবসময় চাই সকলের অংশগ্রহনে নির্বাচন হোক।


তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী দল জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল। যেহেতু জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাই বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। এর জন্য আওয়ামী লীগ দায়ী নয়, বিএনপি রাজনৈতিকভাবে দায়ী।


রবিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


বিচার বিভাগ নিয়ে মওদুদ আহমেদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল। মওদুদ আহমেদ মন্ত্রী থাকাকালে এজলাসে বিচারপতিকে অব্যাহতি দেয়া হয়েছিল। এজলাস থেকে বিচারপতি নামতে বাধ্য হয়েছিলেন। যারা বার বার আদালতকে অমান্য করে, আইন অমান্য করেছে তাদের মুখে বিচার বিভাগ নিয়ে কথাবলা ‘ভূতের মুখে রাম’ নাম ছাড়া কিছু না।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারজ্জামান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com