শিরোনাম
বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য নয় : তথ্যমন্ত্রী
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৫
বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য নয় : তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। সংকট সমাধানে জাতীয় ঐক্য হতে পারে, তবে বিএনপি-জাময়াতকে নিয়ে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।


শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু যারা জঙ্গিবাদ, রাজাকার, সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেয় সেই বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো জাতীয় ঐক্য হতে পারে না। বিএনপি জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে।


তিনি আরো বলেন, রাজাকারের পৃষ্টপোষক জামায়াত, জামায়াতের পৃষ্টপোষক বিএনপি। দেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে জামায়াত ও জামায়াত সমর্থিত এবং পৃষ্টপোষকদের চিরতরে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে হবে।
বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com