শিরোনাম
খুনের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন : নোমান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৪
খুনের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসুন : নোমান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চালের বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।


বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কর্তৃক চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।


নোমান বলেন, ‘যারা চাল সিন্ডিকেট করে বাজারে আগুন ধরিয়ে দিয়েছে তাদের সাথে বৈঠক তামাশা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকার হওয়ায় তাদের কোন ক্ষেত্রে কোন জবাবদিহিতা নেই।’


তিনি আরো বলেন, যে সময় আন্তর্জাতিকভাবে মায়ানমারের বিরুদ্ধে বিশ্ববাসী দাঁড়িয়েছে, লাখ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করছে, ঠিক সেই সময় বেয়াকুব খাদ্যমন্ত্রী মায়ানমারে স্ব-পরিবারে চাল আমদানি করতে গিয়ে নিজেদের আসল চরিত্র জাতির সামনে ফাঁস করে দিয়েছে।


সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে গিয়েছি তখন আমাদেরকে বাধা দিয়েছে। সকল বাধা উপেক্ষা করেও বিএনপি ও বিএনপির বিভিন্ন সংগঠন রাতের পর রাত তাদের পাশে দাড়িয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করে আসছে। অন্যদিকে বিদেশ থেকে যে সমস্ত ত্রাণ সামগ্রী আসছে সেগুলো সরকারি দলের ডাকাতরা তাদের কাছে না পৌঁছে দিয়ে নিজেরাই ভাগ বাটোয়ারা করা নিয়ে ব্যস্ত আছে।’


তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা তো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। ১০ টাকা মূল্যে চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন এখন সেই প্রতিশ্রুতি কোথায়। বিরোধী দলের রাজনীতি করায় চাকরি না দেয়ার কারণে ঘরে ঘরে আহাজারি ও কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম-খুন করা হয়েছে। তিনি গুম-খুনের রাজনীতি বন্ধ করে গণতন্ত্রের পথে সরকারকে আসার আহ্বান জানান।’


সংগঠনের সভাপতি হাজী মো. লিটন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক অর্পনা দাশ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, আলহাজ্ব নবীউল্লাহ নবী, বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ হান্নান, জিনাফ’র সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন খান পিপিএম, সংগঠনের সহ সভাপতি মেজবাহউদ্দিন আহমেদ, মিয়া মো. রিজভী, খলিলুর রহমান নয়ন, ফিরোজ মাহমুদ।



বিবার্তা/জাহিদ/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com