শিরোনাম
নতুন রাজনৈতিক জোট বাংলাদেশ জনতা পার্টি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৪
নতুন রাজনৈতিক জোট বাংলাদেশ জনতা পার্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্ধশত সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করা হয়েছে।


বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নতুন জোটের ঘোষণা করেন জোটের প্রেসিডেন্ট ও মুখপাত্র মিঠুন চৌধুরী।


মিঠুন চৌধুরী জানান, আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করার জন্য বিজেপি নামে আত্মপ্রকাশ। তারা নির্বাচনে প্রতীক চাইবেন পদ্মফুল বা পদ্মফুলের নিচে দুটি হাত।


এই জোট প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি জানান, ২০১৪ সালে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আদিবাসী পার্টি আত্মপ্রকাশ করে। সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় সেই থেকে দলটি আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই আন্দোলন আরো বেগবান করতে ৫০টি সমমনা সংগঠনের সমন্বয়ে এ নতুন জোট করা হয়েছে।


সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নবগঠিত বিজেপির মহাসচিব দেবাশীস সাহা, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল সাহা প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com