শিরোনাম
শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস ঘোষণা যুবলীগের
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪১
শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস ঘোষণা যুবলীগের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে ঘোষণা করেছে। যুবলীগের এক বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’ সারা বিশ্বে আজ শান্তির আলোক বর্তিকা। ‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই বাংলাদেশের মানুষ আজ সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে পৌছে গেছে। ‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই আজ রোহিঙ্গা শরনার্থীরা বাংলাদেশে নিরাপদ আশ্রয় পাচ্ছে।


এতে আরো বলা হয়, ‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র মুক্ত, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ‘জনগণের ক্ষমতায়ন’ এর কারণেই আজ বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে আসীন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণেই আজ জনগণের অধিকার প্রতিষ্ঠিত।
তাই তার জন্মদিন মানে জনগণের ক্ষমতায়নের দিন।


এজন্য ২৮ সেপ্টেম্বর সকল দেশবাসীকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালন করার জন্য যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আহ্বান জানিয়েছেন।


দিবসটি উপলক্ষে কিছু কর্মসূচির পালনেরও আহ্বান জানানো হয়েছে। এগুলো হলো-দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ, সারা দেশে র‌্যালি এবং ‘জনগণের ক্ষমতায়ন’ শিরোনামে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবনের উপর আলোচনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দোয়া ও মিলাদ মাহফিল, ক্রোড়পত্র প্রকাশ প্রভৃতি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com