শিরোনাম
আব্দুর রব সেরনিয়াবাত ইতিহাসে চিরঞ্জীব: গণি মিয়া
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ১৫:৪০
আব্দুর রব সেরনিয়াবাত ইতিহাসে চিরঞ্জীব: গণি মিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল বলেছেন, আব্দুর রব সেরনিয়াবাত বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন কৃষিবান্ধব মানুষ ছিলেন। তিনি ইতিহাসে চিরঞ্জীব। বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য হিসেবে দেশের কৃষি উন্নয়ন, ভূমি সংস্কার এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 


শনিবার জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মরণে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  


গণি মিয়া বলেন, ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও আব্দুর রব সেরনিয়াবাতসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদান নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি ১৫ আগস্টের শহীদদের আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও দাবি জানান।


জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন মনি, লাভলী বেগম প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com