শিরোনাম
‘বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে দলের দায়িত্ব নিয়েছিলেন’
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ২২:৩৭
‘বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে দলের দায়িত্ব নিয়েছিলেন’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দলেরসদস্য সচিব নুর-ই-আলম চৌধূরী লিটন এমপি বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর খালি পেটে, খালি গায়ে থাকে না। বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন। আমরা ব্যক্তিগতভাবে কী পেলাম, কী পেলাম না, সেটা বড় কথা নয়। আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় এনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান।


রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, উন্নয়নের জন্য সিঙ্গাপুর যেমন লি কুয়ানকে পেয়েছিলো, থাইল্যান্ডে যেমন রাজা ভূমিবলকে পেয়েছিলো, মালয়েশিয়া যেমন মহাথিরকে পেয়েছিলো, বাংলাদেশ তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছে।


দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, মো. জাকির হোসেন খান, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদকমন্ডলীর সদস্য শ্যামল কুমার রায়, কার্যনির্বাহী সদস্য র‌্যারিস্টার ফজলে নাঈম, রওশন জামির রানা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, দক্ষিণ যুবলীগগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com