শিরোনাম
আত্মপ্রকাশের আগেই বিপাকে ববি হাজ্জাজ-মাওলার নতুন দল
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৬:৩৭
আত্মপ্রকাশের আগেই বিপাকে ববি হাজ্জাজ-মাওলার নতুন দল
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা এবং আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও কথিত ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ জাপা থেকে সদ্য পদত্যাগকারী ভাইস-চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরীকে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। ইতিমধ্যে দলের নামও ঠিক করা হয়েছে। ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক মুভমেন্ট (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম)। ডিসেম্বর মাসেই দলটির আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে।


ববির এই নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া থেকে জাপার তৃণমূল নেতারা মুখ ফিরিয়ে নেয়ার দলটি আত্মপ্রকাশ করার আগেই বিপাকে পড়েছেন উদ্যোক্তরা।


রবিবার দলটির প্রস্তাবিত সম্ভাব্য নতুন কমিটির একাধিক নেতা জানান উন্নয়ন ও গঠনমূলক সুস্থধারার রাজনীতিকে প্রাধান্য দিয়ে মাঠে কাজ করার অঙ্গীকার ঘোষণা করবে এদলটি।


সম্ভাব্য মহাসচিব এটিএম গোলাম মাওলা চৌধুরী বিবার্তাকে বলেন, আমাদের দলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতার চেতনা, ইসলামী মূল্যবোধ ও জনগণের গণতন্ত্র। এসবকে মূল প্রতিপাদ্য রেখে তৈরি করা হচ্ছে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র।


২০১২ সালে সাবেকরাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আহবানে মাঠের রাজনীতিতে আসনে সম্পূর্ণ অপরিচিত ববি হাজ্জাজ। তারপরও তাকে দেয়া হয় জাপা চেয়ারম্যানের বিশেষ উপদষ্টোর দায়িত্ব। এরপর তিনি বনানীতে রিচার্স সেন্টার নামে একটি অফিস খোলেন। সেখানে নয়জন কর্মচারী নিয়োগ করা হয়। এই অফিস, কর্মচারীর বেতন, আনুষাঙ্গিকসহ প্রতি মাসে প্রায় তিন লাখ টাকা ব্যয় করতেন হুসেইন মুহম্মদ এরশাদ।


২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের সময় হঠাৎ এরশাদ নির্বাচন বয়কট করলে দলের সিনিয়র নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ-জিয়াউদ্দিন বাবলুসহ দলের শীর্ষনেতারাই এরশাদকে চ্যালেঞ্জ করে বসেন। হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় তারই সহধর্মিনী রওশন এরশাদকে। পরে রহস্যজনকভাবে এরশাদকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এরশাদের এই নির্বাচন বয়কটের আহবানে ২৮৫ দলীয় প্রার্থীর মধ্যে প্রায় দুই শতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বাদ সাধেন দলের শীর্ষনেতারা। এমন সময় এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ দলের চেয়ারম্যানকে আটক করা হয়েছে বলে জানান এবং জাপার কোনো প্রার্থীকে নির্বাচনে অংশ না নেয়ার আহবান জানিয়ে নেতাকর্মীদের আস্থাভাজন হন। এসময় অবিশ্বাস্য দ্রুততায় তিনি মিডিয়ার দৃষ্টিতে চলে আছেন। কিন্তু মাত্র কয়েকদিন পরই রহস্যজনকভাবে লন্ডন চলে যান ববি হাজ্জাজ।


এরপর আবার লাইমলাইটে আসেন গত জাতীয় নির্বাচনেরও একবছর পর। এসময় ববি হাজ্জাজ ‘স্বপ্নরে ঢাকা’ স্লোগান নিয়ে হঠাৎ মেয়র নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু দল থেকে নগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুলকে মনোনয়ন দেয়া হলে বেঁকে বসেন ববি হাজ্জাজ। যে কোনো মূল্যে নির্বাচনে অনড় থাকবেন বলেন ঘোষণা দেন তিনি। এসময় ববিকে সমর্থন দেয়ায় দল থেকে বহিস্কার করা হয় একাধিক নেতাকে। তা দেখে অন্য নেতাকর্মীরাও বহিস্কার আতংকে একে একে তার পাশ থেকে সটকে পড়েন। অবস্থা বেগতিক দেখে নিরুপায় ববি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। তখন তার পক্ষ থেকে বলা হয়, একটি প্রভাবশালী মহলের চাপের মুখে তিনি নির্বাচন থেকে সরে গেছেন।


এরপর জাপার মধ্যসারির কিছু নেতাকে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করা স্বপ্ন দেখতে শুরু করেন ববি হাজ্জাজ। নতুন দল গঠনপ্রক্রিয়ার খবরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় জাপার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে। যে নেতাকর্মীরা ববি হাজ্জাজের জয়গান দিয়ে সামাজিক যোগাযোগব্যবস্থা (ফেসবুকে) স্ট্যাটাস দিতো তারাই তখন তাকে বেঈমান বলে স্ট্যাটাস দিতে থাকে।


এবিষয়ে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও অনলাইন জাতীয় পার্টির এডমিন- এমডি তুহিন বিবার্তাকে বলেন, ববি হাজ্জাজ যখন এরশাদের সাথে ছিলো তখন আমরা তার সাথে ছিলাম, এখন আমরা তার সাথে নাই। আর যারা তাকে সমর্থন করবে তাকেও আমরা বর্জন করবো।


‘শান্তির জন্য পরিবর্তন’ওয়েবসাইটের এডমিন ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুম বিবার্তাকে বলেন, এরশাদ আমাদের রাজনৈতিক পিতা। এই পিতার কারণেই আমরা ববিকে সমর্থন করেছিলাম। তার মানে এই নয় যে সে নতুন দল করবে আমরা তা সমর্থন করবো! ইতিপূর্বে যারাই জাতীয় পার্টি ছেড়ে চলে গেছে বা অন্যদল গঠন করার চেষ্টা করেছে তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।


দলের সম্ভাব্য মহাসচিব হিসেবে যার নাম শোনা যাচ্ছে সেই গোলাম মাওলা চৌধুরীকে ২০১৫ সালে জাপার দলীয় মেয়র প্রার্থীর বাইরে গিয়ে ববি হাজ্জাজের সাথে মেয়র নির্বাচনের কর্মকাণ্ডে অংশ নেয়ার দল থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। তার আগে তিনি শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস্ পার্টি মহাসচিব ছিলেন।


নতুন দলের কর্মপন্থা সম্পর্কে মাওলা চৌধুরী বিবার্তাকে বলেন, সুস্থ ধারার রাজনীতিই পারে জাতীয় রাজনীতির চলমান সংকট নিরসন করতে। তিনি বলেন, ৪০-৪৫ বছরেও আমরা সেই পথে হাঁটতে পারিনি। নতুন প্রজন্মের জন্য তৈরি করা যায়নি সুস্থ কোনো ধারা। দেয়া সম্ভব হয়নি সংকট সমাধানে কোনো ধরনের সঠিক দিক-নির্দেশনা। শুধুই ক্ষমতার দ্বন্দ্ব। এখান থেকে জনগণকে বের করে আনতে আমরা মুক্ত ও সুস্থ চিন্তার রাজনীতিকদের এক মঞ্চে সমবেত করার চেষ্টা করছি।


বিবার্তা/বিপ্লব/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com