শিরোনাম
‘একাত্তরের মতো বাঙালিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে’
প্রকাশ : ২৪ জুন ২০১৭, ১৫:২৬
‘একাত্তরের মতো বাঙালিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ বলেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা, নেতাজী সুভাষ চন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক বাংলাদেশ গড়তে হলে ৭০-৭১’র মতো আবার বাঙালি জাতির ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সংবিধানসম্মত নির্বাচনের মাধ্যমে দেশের সরকার পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে।


শনিবার ব্রিটিশ ভারত বাংলার প্রগতিশীল রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাসের ৮২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল। 



আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় পার্টির (জেপির) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী বলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জাতি, ধর্ম, বর্ণ গোত্রের সবাই মিলে বাঙালি জাতির একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। সেই স্বাধীন দেশের বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকল সন্ত্রাস-জঙ্গিবাদকে পরাভূত করে দেশকে একটি আধুনিক উন্নয়নশীল গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। 


আলোচনা সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাড. কাজী এম. সাজাওয়ার হোসেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, কলামিস্ট ও সাহিত্যিক অধ্যাপক ড. নিলীমা চৌধুরী, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি মাওলানা খাজা মহিবউল্লাহ শান্তিপুরী প্রমুখ। 


বিবার্তা/বিপ্লব/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com