শিরোনাম
আ.লীগ কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতারা মূল্যায়িত
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১০:২৭
আ.লীগ কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতারা মূল্যায়িত
তৌফিক ওরিন
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্যের কমিটির ৭৪ জনের নাম ঘোষিত হয়েছে। একই সাথে উপদেষ্টা পরিষদের ৩৮ জন সদস্যের নামও প্রকাশ করা হয়েছে। তবে এবারের কমিটিতে তুলনামূলকভাবে সাবেক ছাত্র নেতাদের মূল্যায়ন লক্ষ্য করা গেছে। দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে কমিটির একটা বড় অংশই রয়েছে ছাত্রলীগের সাবেক নেতানেত্রী।


আওয়ামী লীগের বর্তমান কমিটিতে একটি বড় অংশ রয়েছে যারা ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। গত কমিটিতেও কয়েকজন সাবেক ছাত্রনেতা ছিলেন, যাদের এবার পদোন্নতি হয়েছে। তবে চমক হিসেবে এসেছেন সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, ইকবাল হোসেন অপু, গোলাম কবির রব্বানী চিনুসহ কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা।


সাবেক ছাত্রনেতাদের আওয়ামী লীগের কমিটিতে মূল্যায়ন করায় এ মহলে উৎসাহ লক্ষ্য করা গেছে। পদোন্নতি পাওয়া সাবেক ছাত্রনেতা একেএম এনামুল হক শামীমের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বিবার্তাকে বলেন, ‘আমি স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। তারপর ক্রমান্বয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্ব দেয়ার মত সুযোগ লাভ করি। আমি মনে করি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পূর্ণ মূল্যায়ন করেছেন। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শেখ হাসিনার নির্দেশে মুজিব আদর্শকে জাগ্রত রাখতে রাজপথে থাকবো।’



বর্তমান কমিটির কয়েকজন আলোচিত সাবেক ছাত্রনেতা


শেখ হাসিনা: ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে অষ্টম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেত্রী শেখ হাসিনা। ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে অধ্যয়নকালে ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে কলেজ ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক জীবনের পথচলা। তিনি ১৯৬৯এর গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক হন। ১৯৮১ সালে সর্বসম্মতিক্রমে তাঁর অনুপস্থিতিতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করে। পরবর্তীতে সকল সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হয়ে আসছেন।


ওবায়দুল কাদের: ২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে প্রথম বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের। সাবেক ছাত্রনেতাদের মধ্যে এ কমিটির সবচেয়ে বড় চমক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। অবশ্য কাদের গত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।


জাহাঙ্গীর কবির নানক: বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আগের কমিটিতেও তিনি একই পদে আসীন ছিলেন।


আব্দুর রহমান: বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আশির দশকের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুর রহমান। ২০০৯ সালের সম্মেলনে তাকে কার্যনির্বাহী সদস্য করা হয়। ২০১২ সম্মেলনেও তিনি কার্যনির্বাহী সদস্যই থেকে যান। এবারের সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন তিনি।


অসীম কুমার উকিল: বর্তমান কমিটিতে সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অসীম কুমার উকিল। তিনি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত কমিটিতে উপ প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।


ড. হাছান মাহমুদ: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় বারের মত প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা ড. হাছান মাহমুদ। ছাত্র রাজনীতিতে প্রবেশের পর তিনি চট্টগ্রামের মহসিন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।


একেএম এনামুল হক শামীম: বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম। যার স্কুলজীবনেই হাতেখড়ি হয় ছাত্ররাজনীতির। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তার কারণে তিনি ১৯৮৯ সালে জাকসুর ভিপি নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯২ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এবং ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের আগের কমিটিতেও তিনি সদস্য ছিলেন।


দেলোয়ার হোসেন: বর্তমান কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন। ছাত্রজীবনেই রাজনৈতিক হাতেখড়ি তার। ১৯৮৭ সালে তিনি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঢাকা কলেজের ছাত্র থাকাকালে ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন ১৯৮৯ সাল থেকে। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে যখন দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিষয়ের ছাত্র। অনার্স পড়ার পাশাপাশি ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই শেষ হয় ছাত্র রাজনীতির পথচলা। তিনি ২০০২ থেকে ২০০৬ সালে লিয়াকত-বাবু কমিটি থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।


সুজিত রায় নন্দী: বর্তমান কমিটিতে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা সুজিত রায় নন্দী। এর আগে গত কমিটির তিনি সদস্য ছিলেন। ১৯৯৮-২০০২ সালে বাহাদুর বেপারী ও অজয় কর খোকন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।


মারুফা আক্তার পপি: ২০তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি। ২০০২ থেকে ২০০৬ সালে লিয়াকত-বাবু কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।


ইকবাল হোসেন অপু: ২০তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন অপু। এর আগে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সস্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়া অপু দুই বার মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।


গোলাম কবির রব্বানী চিনু: আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সদস্য পদে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন সাবেক ছাত্রনেতা গোলাম কবির রব্বানী চিনু। তিনি পূর্বে ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ঢাকা মহানগর ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।


বিবার্তা/ওরিন/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com