শিরোনাম
ভোটের আগে সরগরম তৃণমূল আওয়ামী লীগ
প্রকাশ : ১৫ জুন ২০১৭, ১৮:০৪
ভোটের আগে সরগরম তৃণমূল  আওয়ামী লীগ
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

টানা দ্বিতীয় বারের মতো সরকার পরিচালনা করছে ১৪দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগ। যদি এই সরকারের পূর্ণ মেয়াদ শেষে নির্বাচন হয়, তাহলে ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী তিন মাসের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে জাতীয় সংসদ নির্বাচনের এখনো বাকি প্রায় দেড় বছর। তা সত্ত্বেও ঈদকে সামনে রেখে (ভোটের আগে) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নেমে পড়েছেন গণসংযোগে। বিভিন্ন আসনের বর্তমান ও সাবেক এমপি-মন্ত্রীদের পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মাঠে সরব হয়ে উঠছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। এতে ভোটের আগেই মনোনয়নপ্রত্যাশীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে দেশ।


আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ঈদের আগে প্রতিদিন ইফতার পাটিতে/অনুষ্ঠানে নেতা-কর্মীর মধ্যে সখ্য বাড়ানোর জোর চেষ্টা চলছে। ঈদের পর দলকে আরো সংগঠিত করতে জোরদার কর্মসূচি পালন করা হবে। সবকিছুই মনিটরিং করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের পরই মাঠ চাঙ্গা করতে আবারো দেশজুড়ে সাংগঠনিক সফর করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।


দলের নেতারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের সামনে তুলে ধরার সুযোগ হিসেবে বেছে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরকে। ঈদের এখনো এক সপ্তাহের অধিক সময় বাকী থাকতেই তৃণমূলে ঘরে ঘরে যাচ্ছেন বর্তমান এমপি-মন্ত্রীদের পাশাপাশি একাদশ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীরা। এর সাথে সাথে অনেকেই ঈদ উপহার দিচ্ছেন দলের নেতাকর্মী এবং গ্রাম-গঞ্জের অস্বচ্ছল ব্যক্তিদের।


নেতারা আরো জানান, ঈদের পর পুরোদমে শুরু হবে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান, পাশাপাশি সদস্যপদ নবায়ন করার কাজও চলবে। একইসাথে নিরসন করা হবে দলের অভ্যন্তরীণ কোন্দলও। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু কঠোরভাবে মনিটরিং করার পাশাপাশি জেলায় জেলায় জনসভায় অংশ নেবেন। সবকিছুই করা হবে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে।


দলীয় সূত্রে জানা যায়, দলের সর্বস্তরে ঐক্য সুদৃঢ় করা এবং সকল পর্যায়ে প্রাণসঞ্চারের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন সরকারি দলের নেতারা। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা জেলা সফরে যাবেন। এ ছাড়া সরকারের সাড়ে আট বছরের উন্নয়ন কর্মকাণ্ড স্বচক্ষে দেখতে, কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে এবং দলের বিরাজমান স্থবিরতা কাটিয়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশ সফর করতে যাচ্ছেন। এতে থাকছে উঠান বৈঠক, পথসভা, বর্ধিত সভাসহ বিভিন্ন কর্মসূচি।


এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরাও রমজানকে টার্গেট করে জাকাত বিতরণ ও ইফতার পার্টির মাধ্যমে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। কুষ্টিয়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান বিটু বলেন, সারা বছর মানুষের কাছাকাছি থাকি। তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াই। পবিত্র ঈদে এবং রমজানে মানুষের কাছে যাওয়ার সহজ উপায় হচ্ছে ইফতার পার্টি ও জাকাত বিতরণ।


ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা-৪ আসনে সংরক্ষিত আসনের এমপি সানজিদা খানম, ঢাকা-৬ আসনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-১০ আসনে ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল নিয়মিতই গণসংযোগ করে চলেছেন।


মশিউর রহমান মোল্লা সজল বিবার্তা বলেন, এ পর্যন্ত ১৭টি ইফতার মাহফিলে অংশ নিয়েছি। এসব মাহফিলে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি আওয়ামী লীগ সরকারের গত ৮বছরের উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ভোটারদের কাছে তুলে ধরার জন্য। এছাড়াও এলাকায় ধনাঢ্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে সমাজের অসহায়-গরীব, দুঃখীদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য।


একইভাবে সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং মুক্তিযোদ্ধার সন্তান ড. জায়েদ মোহাম্মদ হাবিবুল্লাহ্ কিশোরগঞ্জ-২ আসনে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে মেলবন্ধন সৃষ্টি করছেন। ইতিমধ্যে নুর মোহাম্মদ এলাকায় ৮শতাধিক মোটরবাইক নিয়ে শো-ডাউনও দিয়েছেন। তাদের লক্ষ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হওয়া।


এছাড়া পটুয়াখালী-১ আসনে নৌকার প্রার্থী হওয়ার আশায় আফজাল হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে অধ্যক্ষ সুজাউল করিম বাবুল, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আবদুল্লাহ আল কায়সার হাসনাত আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।


চট্টগ্রাম নগরীর চারটি সংসদীয় আসনের মধ্যে বন্দর-পতেঙ্গায় আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এম এ লতিফের পাশাপাশি সক্রিয় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। লতিফও বিভিন্নভাবে নিজের অবস্থান ধরে রাখতে চাইছেন। নগরের কোতোয়ালি-বাকলিয়া আসনে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করছেন। এই আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী মহীবুল হাসান নওফেলও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছাকাছি যাচ্ছেন। একইভাবে দেশের ৩০০ সংসদীয় আসনে আবারো দল থেকে মনোনয়ন পেতে বর্তমান এমপি এবং মনোনয়নপ্রত্যাশীরা ঈদকে সামনে রেখে ভোটারদের মনজয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, পবিত্র ঈদ ও রমজান তৃণমূলে নেতাকর্মীদের কাছাকাছি যাওয়ার এবং তাদের সাথে সখ্য গড়ে তোলার সুবর্ণ সুযোগ। মূলত তৃণমূলের সাথে মেলবন্ধন সৃষ্টি করা হবে ইফতার রাজনীতির মাধ্যমে।


এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ্ বলেন, নির্বাচন সামনে রেখে তৃণমূলকে আরো বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করা হবে। এ লক্ষ্যে ঈদের পর কেন্দ্রীয় নেতারা তৃণমূলে সফর করবেন। তিনি বলেন, আওয়ামী লীগের জনসমর্থন ও ভোট বাড়ানোর জন্যও বেশকিছু কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামী দিনগুলোয় জনসমর্থন ও ভোট বাড়ানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।


এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কাউন্সিলের পরই সংগঠনকে ঢেলে সাজাতে কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। ঈদের পর কেন্দ্রীয় নেতারা জেলা-উপজেলা সফর করবেন। ইতিমধ্যে সরকারের উন্নয়ন প্রচার করতে দলের এমপি-মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন দলীয় সভানেত্রী।


বিবার্তা/বিপ্লব/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com