শিরোনাম
সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না: সেলিম
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ২০:৩৪
সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না: সেলিম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গত ২৫ বছর ধরে বিএনপি ও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।


শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষের ভাগ্য বদলাতে জাতীয় স্বার্থবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক নীতি বদলাতে হবে। এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। এমন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করতে হবে, যেখানে সরকারি দল ও বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধে স্বপক্ষের শক্তি হবে।


বেলা ৩ টা ২৩ মিনিটে সিপিবির একাদশ কংগ্রেস শুরু হয়। এ কংগ্রেসে ১২ দেশের ২৬ জন প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ৬৮৩ জন ডেলিগটস, ২০০ পর্যবেক্ষক অংশ নেন।


সিপিবির কংগ্রেস উদ্বোধনের পর সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী। এরপর বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, কমরেড মনজুরুল ইসলাম খান। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চারদিনব্যাপী কংগ্রেসের আয়োজন করেছে। শুক্রবার এর উদ্বোধন করা হয়। শনিবার সকালে মহানগর নাট্যমঞ্চে সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


কাউন্সিলের শেষ দিন ৩১ অক্টোবর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার অধিবেশনে চূড়ান্ত করা হবে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও গঠন করা হবে নতুন নেতৃত্ব।


বিবার্তা/সুভাষ/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com