শিরোনাম
আমি কারো কাছে পদ চাইনি : সোহেল তাজ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:৫২
আমি কারো কাছে পদ চাইনি : সোহেল তাজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় নন। তাই কারো কাছে তিনি দলীয় পদ চাননি, আশাও করেননি।


নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ কথা উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার রাতে তিনি তার পেজে এ স্ট্যাটাস দেন।


সোহেল তাজ উল্লেখ করেছেন, আওয়ামী লীগের সম্মেলনের কারণে তিনি দেশে ফেরেননি।


সোহেল তাজ তাঁর স্ট্যাটাসে লেখেন, আপনাদের মন্তব্য এবং পত্র-পত্রিকার কিছু সংবাদ পড়ে আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেকের ধারণা, বিগত আওয়ামী লীগের সম্মেলনে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। এ বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে আমি দেশে ফিরেছি সম্মেলনের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারও কাছে চাইনি এবং আশাও করিনি। কারণ, বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।


আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সোহেল তাজকে গুরুত্বপূর্ণ পদ দেয়ার আলোচনা ছিল। সম্মেলনের ঠিক আগ মুহূর্তে টানা দুই দিন দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখাও করেন তিনি। এমনকি সম্মেলনে যোগ দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে।


সম্মেলনের পর সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীসহ মোট ৪৩টি পদে নেতাদের নাম প্রকাশ করা হয়। তবে সেখানে তার নাম নেই। তবে ৩৮টি পদে এখনও কারো নাম ঘোষণা করা হয়নি। ফলে এখনো গুঞ্জন রয়েছে, সোহেল তাজ হয়তো কোনো পদ পেতেও পারেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com