শিরোনাম
‘জাপা নির্বাচনের জন্য প্রস্তুত’
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:৩৫
‘জাপা নির্বাচনের জন্য প্রস্তুত’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, নব্বয়েই পর যখন জাতীয় পার্টিকে ছিন্ন-বিছিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও আমরা নির্বাচনে অংশ নিয়ে ৩৫টি আসনে জয়লাভ করেছিলাম।


তিনি বলেন, সব শীর্ষনেতা জেলে, আমাদের দলের প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ তখনও জেলে থেকে পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন। সব বাধা-বিপত্তি সত্বেও সেদিন আমরা নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। কারণ জাতীয় পার্টি নির্বাচনমুখীদল। জাতীয় পার্টি এখনও নির্বাচনের জন্য প্রস্তুত।


শুক্রবার বিকেলে রাজধানীর নতুন বাজারে ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা জাপা দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাওলাদার বলেন, দম্ভ আর অহংকার কারো জন্যই সুফল বয়ে আনে না। আমরা জেলে ছিলাম, আমাদের নেতা এরশাদ টানা ছয় বছর জেলে বন্দী ছিলেন। এই পরিস্থিতি অন্য কারো ভাগ্যে নির্ধারিত হোক তা কাম্য নয়। কিন্তু কর্মফল কাউকে ক্ষমা করে না।


তিনি বলেন, দুটি দল ২৫ বছর ধরে দেশ শাসন করে আসছে। আমরা শাসন করেছি টানা নয় বছর। কিন্তু আমাদের শাসনামলে কোনো দলের প্রধান একমাসের জন্যও কারাগারে ছিলেন না। তারপরও আমাদেরকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে।


তিনি আরো বলেন, হিংসা-জিঘাংসা মানুষের অগগ্রতিকে বাধাগ্রস্ত করে। মানুষের হৃদয়কে ক্ষত-বিক্ষত করে। এহেন পরিস্থিতিতে গোটা জাতি ঐক্যবদ্ধ হতে পারে না। জাতীয় সমৃদ্ধি, কল্যাণ ও গোটা জাতির নিরাপত্তার জন্য রাজনীতির উর্দ্ধে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের সংস্কৃতি চালু করতে হবে।


হাজী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, মহানগর উত্তর জাপার সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, ভাইস-চেয়ারম্যান বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান নাঈম, কাজী আবুল খায়ের, রফিকুল ইলৎসলাম রফিক, আব্দুস সাত্তার , নজরুল ইসলাম সরদার, মাসুদুর রহমান মাসুদ, বজলুর রহমান মৃধা প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com