শিরোনাম
‘সরকারের তৈরি বিরোধী দলকে কেউ মানে না’
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:১৯
‘সরকারের তৈরি বিরোধী দলকে কেউ মানে না’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘বিএনপির সাথে সংলাপের প্রয়োজন নেই’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যতই বলেন সংলাপ করবেন না, লাভ নাই। বিশ্ব জানে, দেশবাসী জানে; এদেশের জনসমর্থিত বিরোধী দল বিএনপি এবং বিরোধী জোট ২০ দলীয় জোট। আপনাদের তৈরি বিরোধী দলকে দেশবাসী, আন্তর্জাতিক শক্তি কেউ বিরোধী দল মনে করে না। সুতরাং জনগণের সমর্থিত বিরোধী দল ও জোটের সাথে সংলাপের কোনো বিকল্প নাই।   

 

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জনগনের প্রত্যাশা’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। মেরুদণ্ডহীন, দলীয় অন্ধ অনুগত কোনো নির্বাচন কমিশন দেশবাসী মানবে না। সকলের সম্মতিতেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। আলোচনার নামে শুধু নাটক করলে হবে না।


তিনি আরো বলেন, সৎ-যোগ্য-সাহসী, আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদেরকেই নির্বাচন কমিশনে আনতে হবে। আবার যদি সরকার কোনো নির্বাচনী নাটক করতে চায় তাহলে জনরোষেই সরকারের পতন হবে। 


ইসলামিক পার্টি চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট সমাজসেবক এমএ রশিদ শাহ সম্রাট, ইসলামিক পার্টি মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আল-আমিন, কে এম রকিবুল ইসলাম রিপন, ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।

 

সভায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, হাসানুল হক ইনুরাই জঙ্গিবাদের জন্মদাতা। তারা জঙ্গিবাদের নাটক মঞ্চস্থ করে একের পর এক বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করছে। জঙ্গিবাদের উৎস খুঁজে বের করতে হলে ইনুদের আইনের আওতায় আনতে হবে। তিনি অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 


বিবার্তা/বিপ্লব/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com