শিরোনাম
‘জঙ্গি-সঙ্গীদেরও বিচার করতে হবে’
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৬:১৩
‘জঙ্গি-সঙ্গীদেরও বিচার করতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেছেন, জঙ্গি নির্মূলের পাশাপাশি জঙ্গিসঙ্গীদের বিচার নিশ্চিত করতে হবে। জঙ্গি-সঙ্গী আর জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা গণতন্ত্রে পুষে রাখা আত্মঘাতি। যুদ্ধাপরাধীদের মতই জঙ্গি-সঙ্গীকে রাজনৈতিকভাবে বর্জন ও বিচারের জন্য আইনি কাঠামো তৈরি করতে হবে।


শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট জনগণের দেয়া ভোটে আর কখনও ক্ষমতায় আসতে পারবে না জেনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশ ও জাতিকে এদের থেকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হতে হবে।


তিনি ৩১ অক্টোবর ২০১৬ দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্বীপনা ও নবীন-প্রবীণের মিলন মেলায় পরিণত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।


ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় আরো বক্তব্য দেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান শওকত, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, সহ-সভাপতি ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, সহ-সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com