শিরোনাম
আলোচনার বিকল্প নেই : ফখরুল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২৩:১৩
আলোচনার বিকল্প নেই : ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেছেন, আলোচনার সুযোগ নেই। তার এ বক্তব্যর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা বলেন।


বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ পুর্স্পার্ঘ্য অর্পন করেন। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠার মাত্র ২৭ দিনের মাথায় জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠাতা করেন।


মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট সমাধানে সকলের সাথে আলাপ আলোচনা করে একটি পথ বের করতে হবে। আওয়ামী বরাবরই বলে আসছে; আলোচনার সুযোগ নেই। ৫ জানুয়ারির নির্বাচনের আগেও একই কথা বলেছিল, আলোচনার সুযোগ নেই। কার সাথে আলোচনা করবো। কিন্তু তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।


এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালব্যাট ডি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, দক্ষিনের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ যুবদলের নেতাকর্মীরা।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com