শিরোনাম
ডিএনডি বাঁধের জলাবদ্ধতা জাদুঘরে যাবে : বাবলা
প্রকাশ : ২৮ মে ২০১৭, ২০:০৫
ডিএনডি বাঁধের জলাবদ্ধতা জাদুঘরে যাবে : বাবলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, কদমতলীসহ পুরো ডিএনডি বাঁধের ২০ লাখ মানুষের অভিশাপ হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রী সাড়ে পাঁচশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থ দিয়ে অচিরেই কাজ শুরু হবে। এর ফলে এই অঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা জাদুঘরে চলে যাবে।


রবিবার শ্যামপুরের দোলাইপাড় ও কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।


এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, কদমতলী থানা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম সরকার, জাপা নেতা মাহবুবুর রহমান খসরু, জহিরুল ইসলাম জহির, মিলন মোড়ল প্রমুখ।



এই সময় বাবলা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সরকারের সহযাত্রী হিসেবে কাজ করছে। আগামী নির্বাচনে তিনি লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বলেন, লাঙ্গল হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে তিনি দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com