শিরোনাম
মূল দলে জায়গা পেতে সাবেক ছাত্রলীগ নেতাদের জোর লবিং
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:৫৯
মূল দলে জায়গা পেতে সাবেক ছাত্রলীগ নেতাদের জোর লবিং
তৌফিক ওরিন
প্রিন্ট অ-অ+

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেতে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতারা। তাছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকের পদ সংখ্যা কমানোর কারণেও এই পদ প্রত্যাশীদের দৌঁড়-ঝাঁপ বাড়ছে।


বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সাবেক ছাত্রলীগ নেতাদের যথেষ্ট ভিড়। এসময় কার্যালয়ের সামনের রাস্তায়, অফিসের বাইরে বসার স্থানে এবং সভাকক্ষে যারা ছিলেন, তাদের প্রায় সবাই উপ-কমিটির সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা।


বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অনেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি ৩৪টি পদে নিজের নাম লেখাতে চাচ্ছেন। তবে বেশিরভাগ নেতাই সহ-সম্পাদকের পদ ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছেনে। এর বাইরে ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতারাও চাচ্ছেন সহ-সম্পাদকের পদে নিজের নাম লেখাতে।


ছাত্রলীগের সাবেক এক নেতা বিবার্তাকে বলেন, ‘যারা দীর্ঘ দিন যাবৎ দলের জন্য কাজ করে যাচ্ছেন, দক্ষতা, যোগ্যতা, মেধা, পরিশ্রম, বিশ্বস্ততা ও আনুগত্যের মূল্যায়ন চাই আমরা।’


অপর দিকে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের উপ-কমিটির এক জন সহ-সম্পাদক বিবার্তাকে বলেন, ‘শেষ পর্যন্ত যেহেতু পদ কমিয়েই ফেলা হবে তবে কেন এত লোককে এই পদ দেয়া হয়েছিল? আমরা পদ না পেলেও দলের জন্য কাজ করে যাব। আর এখন যারা বাদ পড়বে তারা পরে কি পরিচয় দিবেন সেটাও ভাবার দরকার আছে।’


এদিকে উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতা আওয়ামী লীগের মূল কমিটিতে স্থান পেতে দৌড়াচ্ছেন।


এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বুধবার সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বাকি পদগুলোতে নবীন-প্রবীণের সমন্বয় ঘটাবেন। এতে আশা দেখছেন ছাত্রলীগের সাবেক নেতারা।


কেন্দ্রীয় উপ-কমিটির বর্তমান সহ-সম্পাদকসহ সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ঢাকা অঞ্চলে রয়েছেন, নজরুল ইসলাম বাবু, ব্যারিষ্টার সাজ্জাদ হোসেন, আবুল কালাম আজাদ (কালাম)।


চট্রগ্রাম অঞ্চলের মাইনুদ্দিন হাসান চৌধুরী, শাহজাদা মহিউদ্দিন, ইস্কান্দার মীর্জা শামীম, মাহফুজুল হায়দার রোটন, সালাউদ্দিন মাহমুদ চৌধুরী।


ফরিদপুর অঞ্চলের বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, ইকবাল হোসেন অপু, দেলোয়ার হোসেন।


ময়মনসিংহ অঞ্চলে অজয় কর খোকন, মোস্তফা আলমগীর, মারুফা আক্তার পপি, মোরশেদুজ্জামান সেলিম, আলমগীর হাসান, রাশেদুল মাহমুদ রাসেল।


বরিশাল অঞ্চলের ইসহাক আলী খান পান্না, শাহ আলম, এ কে এম আজিম, বলরাম পোদ্দার।


রাজশাহী অঞ্চলের শাখাওয়াত হোসেন শফিক, মাজহারুল ইসলাম মানিক, আরিফুজ্জামান টুটুল, খ ম হাসান কবির আরিফ।


খুলনা অঞ্চলের সাইফুজ্জামান শিখর, অসিত বরুন বিশ্বাস, বদিউজ্জামান সোহাগ।


রংপুর অঞ্চলের ইকবালুর রহিম, মাহমুদুল হাসান রিপন।


বিবার্তা/ওরিন/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com