শিরোনাম
‘আমরা নির্বাচন চাই, তবে কমিশনকে হতে হবে নিরপেক্ষ’
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৭:৫২
‘আমরা নির্বাচন চাই, তবে কমিশনকে হতে হবে নিরপেক্ষ’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচন চাই, তবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে লেবেল প্লেইং ফিল্ড হতে হবে।


বুধবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আজ দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ প্রধান বিরোধী দলকে গৃহপালিত করে রেখেছে। এসময় তিনি আরো বলেন, প্রধান বিচারপতি এটর্নি জেনারেল মাহাবুবে আলমকে বলেছেন জজকোর্ট থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করেছেন, এখন সুপ্রীম কোর্টেও হাত দিয়েছেন।


জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বিএনপ’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য জেড. মর্তুজা চৌধুরী, সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন প্রমুখ।


এর আগে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন হাবিব-উন-নবী খাঁন সোহেল। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হবে।


বিবার্তা/বিধান/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com