শিরোনাম
‘বিএনপির সাথে আলোচনার সুযোগ নেই’
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১২:৪৮
‘বিএনপির সাথে আলোচনার সুযোগ নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে আলোচনার কোনো সুযোগ নেই, বিএনপি নিজেই সে পথ বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে আলোচনার দাবি করলে আর সুযোগ থাকে না।


বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি নির্বাচন চায়, তাহলে সংবিধান মেনেই নির্বাচন করতে হবে। সঠিক সময়ে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালি করা হবে।


আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জানিয়ে তিনি বলেন, দলকে সুসংগঠিত করা আমাদের দায়িত্ব। দলে হাইব্রিড নেতারা থাকবে, কিন্তু তারা যাতে কঠিন সময়ে সঠিক নেতাদের কোনঠাসা করতে না পারে সেটা আমরা দেখছি।


তিস্তা চুক্তির নিয়ে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে তিস্তা চুক্তির ব্যপারে ইতিবাচক সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে যাবেন, সেখান থেকে এ ব্যপারে ইতিবাচক মন্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/রাসেল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com