শিরোনাম
বিএনপির নির্বাচনী প্রস্তুতির দরকার নেই : গয়েশ্বর
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:৪১
বিএনপির নির্বাচনী প্রস্তুতির দরকার নেই : গয়েশ্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির দরকার নেই। আগামীকাল নির্বাচন হলেও বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে। প্রার্থী খোঁজা লাগবে না। শেখ হাসিনার প্রস্ততির দরকার আছে। মানুষ ভোট দিতে পারবে এমন নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি।


বুধবার জাতীয় প্রেসক্লাবে খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল।


গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা শক্তিশালী নির্বাচন কমিশন চাই। এজন্য সব দলের সাথে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন ইসি গঠন করতে হবে, যারা জনগণের ভোটের নিরাপত্তা দিতে পারবে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না।


তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না। ৫ জানুয়ারির মতো নির্বাচন হলে প্রস্তুতির দরকার নেই। তাদের (আওয়ামী লীগের) তো র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী আছেই। ৫ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে গরু, ছাগল, কুকুর দেখলাম। সন্ধ্যার পর দেখি ৪৫ শতাংশ ভোট পড়েছে। এরকম নির্বাচনে আবার কিসের প্রস্তুতি।


কাউন্সিলের সমালোচনা করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাউন্সিলে ৪ থেকে ৫ গুণ বেশি লোক হয়েছে। বিএনপিকে ৪৮ ঘণ্টা আগে কাউন্সিলের অনুমতি দেয়া হয়েছিল। তারপরেও বিএনপির কাউন্সিলে ৪ লাখ লোক হয়েছিল। আর আওয়ামী লীগের ২ মাসব্যাপী প্রস্তুতির পর ৫০ হাজার লোকও হয়নি।


আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com