শিরোনাম
‘ব্যয়বহুল হলেও শান্তিপূর্ণ সম্মেলনের জন্য আ. লীগকে ধন্যবাদ’
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৭:৩৩
‘ব্যয়বহুল হলেও শান্তিপূর্ণ সম্মেলনের জন্য আ. লীগকে ধন্যবাদ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ব্যয়বহুল উল্লেখ করে বলেছেন, সম্মেলন ব্যয় বহুল হলেও শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য আওয়ামী লীগের নেতাদের আমি অভিনন্দন জানাই। এছাড়া আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলের জন্যও এই নজরটি রাখবেন। যাতে কাউন্সিলের স্থানের জন্য কোনো সমস্যা না হয়।


বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে গরমিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আবার তিনি বলেছেন, আগামী নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। একই বিষয়ে তার (প্রধানমন্ত্রী) বক্তব্যের মধ্যে গরমিল রয়েছে।


২০৪১ সালে বাংলাদেশে উন্নত দেশে পরিণত হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ৪১ সালে না হলেও ৫১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে। তবে উন্নত দেশে যেমন এক ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান দুটি প্রধান জায়গায় থাকেন না, আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com