শিরোনাম
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ভাই-বোন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২১:০৬
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ভাই-বোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এবার তাঁর বোন শামসুন নাহার চাঁপাকে দলের নতুন কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদকের পদ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ দুটি পদে স্থান পেলেন দুই ভাই-বোন।


শামসুন নাহার চাঁপার ছাত্ররাজনীতির হাতেখড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই । ওই সময় তিনি শামসুননাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল।


এরপর সরকারি চাকরিতে যোগ দেন চাঁপা। তথ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে গত বছর অবসরে যান তিনি। এরপর থেকে আবার রাজনীতিতে সক্রিয় হন চাঁপা ।


আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক পদে আগে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পদোন্নতি পেয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।


এ বিষয়ে চাঁপার বড় ভাই আব্দুল হালিম বলেন, ‘এক ভাই সভাপতিমণ্ডলীর সদস্য, আরেক বোন কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক- এটি আমাদের জন্য গর্বের বিষয়।’


তবে শামসুননাহার চাঁপা ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com