শিরোনাম
সমন্বয়হীন সিলেট ১৪ দল
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২০:২৩
সমন্বয়হীন সিলেট ১৪ দল
খলিলুর রহমান
প্রিন্ট অ-অ+

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন সিলেটে ১৪ দলের সমন্বয়ক। গত বছর থেকে তিনি নেই। ফলে জোটের সমন্বয়ও নেই। জোটের মধ্যে এই সমন্বয়হীনতা গত বছরখানেক ধরে বেড়েই চলছে। সিলেটের জোট নেতাদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।


জানা গেছে, গত বছরের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। তার মৃত্যুতে সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব আরেক প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লুৎফুর রহমানকে দেয়া হলেও ১৪ দলের সমন্বয়কের পদটি শূন্য রয়ে গেছে।


অপরদিকে, সিলেটে আওয়ামী লীগ মূলত ‘একলা চলো’ নীতিতে চলছে। ভোটের রাজনীতিতে জোটের অন্য দলগুলোর কদর কিছুটা থাকলেও মাঠের রাজনীতিতে জোটভুক্ত দলগুলোকে পাত্তা দিতে চায় না আওয়ামী লীগ।


রাজনৈতিক বিভিন্ন সূত্র জানিয়েছে, সিলেটে ১৪ দলীয় জোটের প্রধান দল আওয়ামী লীগের সাথে অন্য দলগুলোর কোনো সমন্বয় নেই। নামে ১৪ দল হলেও সিলেটে এ জোটের চার-পাঁচটি দল ছাড়া বাকিগুলোর অস্তিত্বই বোঝা দায়। আওয়ামী লীগ ছাড়া জোটের শরিক দলগুলোর মধ্যে জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, সাম্যবাদী দল ও গণতন্ত্রী পার্টি মাঝেমধ্যে ছোটখাটো কর্মসূচী দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়। কিন্তু বাকি আটটি দলেরই কোনো খবরই নেই সিলেটে।


এদিকে ১৪ দলের সমন্বয়ক সুফিয়ানের মৃত্যুর বছরখানেক পেরিয়ে গেলেও এখনো অন্য কাউকে সমন্বয়কের দায়িত্ব না দেয়ার পেছনে আওয়ামী লীগের কোন্দলকেই দায়ী করছেন জোটভুক্ত দলগুলোর নেতারা।


সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ বলেন, সমন্বয়ক না থাকায় অনেকটা অগোছালোভাবে চলছে ১৪ দলের কার্যক্রম। নতুন করে কাউকে সমন্বয়কের দায়িত্ব দিতে আওয়ামী লীগও আগ্রহী বলে মনে হচ্ছে না।


সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী বলেন, সিলেটে ১৪ দলীয় জোটের তেমন কোনো কার্যক্রম নেই। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এ জোট অনেকটাই নিষ্ক্রিয় হয়ে আছে। অথচ ভোটের রাজনীতি এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সিলেটে ১৪ দলীয় জোটকে শক্তিশালী করা প্রয়োজন।


তবে ১৪ দলীয় জোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলছেন ভিন্ন কথা। ‘সিলেটে ১৪ দলীয় জোটের কার্যক্রম চলমান আছে’উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র থেকে যতো কর্মসূচী আসে, তা জোটগতভাবে পালন করা হয়। এ জোটের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শেখ হাসিনার নেতৃত্বে সিলেটেও ১৪ দলের কার্যক্রম এগিয়ে চলেছে।


বিবার্তা/খলিল/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com