শিরোনাম
‘নতুন কমিটিকে গণতন্ত্রের পথে হাটার আহ্বান’
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:৪৬
‘নতুন কমিটিকে গণতন্ত্রের পথে হাটার আহ্বান’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের সদ্যসমাপ্ত জাতীয় সম্মেলনে উন্নয়ন নিয়ে অনেক ইতিবাচক কথা হলেও সুশাসন, গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত নিয়ে জনগণের গভীর উদ্বেগ-উৎকন্ঠা নিরসন করতে পারেনি। শাসক দলের সম্মেলন নির্বাচনকেন্দ্রীক বিদ্যমান সংকট উত্তরণেও দেশবাসীকে আশ্বস্ত করতে পারেনি। আ’লীগের নতুন কমিটিকে গণতন্ত্রের পথে হাটার আহ্বানও জানান তারা।


মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল প্রমুখ।


নেতৃবৃন্দ উল্লেখ করেন দু’দিনব্যাপী এই সম্মেলনে দলের নীতি-নির্ধারকেরা নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু বিস্ময়করভাবে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, ভোটাধিকার রক্ষা করা, ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন ও জনআস্থা ফিরিয়ে আনা এবং সর্বোপরী বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা শক্তিশালী করার ব্যাপারে আশাবাদী হওয়ার মত কোনো কথা বলেননি।


নেতৃবৃন্দ বলেন, দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না। আশাবাদ ব্যক্ত করে তারা আরও বলেন, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গণতন্ত্রের পথে হেঁটে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে এগিয়ে নিতে কার্যকরি ভূমিকা রাখবেন।


সভায় গৃহীত এক প্রস্তাবে আর পানি ঘোলা না করে অনতিবিলম্বে রামপালে সুন্দরবন বিনাশী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় কাজ স্থগিত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রস্তাবে বলা হয় দেশের ৯৯ শতাংশ মানুষের বিরোধীতা এবং ইউনেস্কোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল আপত্তির পর সরকারের এই আত্মবিনাশী প্রকল্প এগিয়ে নেয়ার কোনো অবকাশ নেই।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com