শিরোনাম
‘নতুন কমিটি হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে’
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:৪০
‘নতুন কমিটি হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশবাসী আওয়ামী লীগের নতুন কমিটির কাছে প্রত্যাশা করে এই কমিটি দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং জনগণের ভোটারাধিকার ফিরিয়ে দিবে।


রাজধানীর মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, বিএনপি নতুন কমিটির কাছে প্রত্যাশা করে তারা অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে নিরপেক্ষ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন দেয়ার ব্যবস্থা গ্রহণ করবে।


তিনি বলেন, বর্তমান গণতন্ত্রহীন দেশে সমাধিস্থ গণতন্ত্র ফিরিয়ে এনে বাক স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি যথাযথভাবে কাজ করবেন বলে দেশবাসী প্রতাশা করে।


আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে তিনি বলেন, কাউন্সিলে অন্যান্য রাজনৈতিক দলের অধিকাংশই অংশগ্রহণ করে নাই। এর মাধ্যমের বোঝা যায় আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে জায়েজ করতে কেউ আগ্রহী নয়।


‘আওয়ামী লীগ সভানেত্রী তাদের কাউন্সিলে বলেছেন, যে করেই হোক আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে’- কাউন্সিলে দেয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্যর সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে তারা আগামী নির্বাচন নিজেদের অধীনে করে জবরদখলকারী ভূমিকা পালন করবে। রক্তঝরা নির্বাচন করে ক্ষমতায় থাকাটাকেই তাদের কাউন্সিলের মূল প্রতিপাদ্য বলে মনে হয়েছে। আগামী নির্বাচনের পরিণতিটা যে কী ভয়াবহ রুপ নেবে এই বক্তব্য তারই ইঙ্গিত।


সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে মঙ্গলবার সকালে ছেলের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে না দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।


এ সম্পর্কে তিনি বলেন, ‘তার পাসপোর্টের মেয়াদ ছিল, হয়রানি না করতে আদালতের নির্দেশনাও ছিল। কিন্তু তাকে অন্যায়ভাবে থাইল্যান্ডে যেতে দেয়া হয়নি।’


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম পিন্টু, মুনির হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com