শিরোনাম
আ.লীগের নতুন নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : ন্যাপ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:০২
আ.লীগের নতুন নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : ন্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।


সোমবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশের সকল গণতন্ত্রকামী জনতার প্রত্যাশা যে, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দেশের মানুষকে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেবে।


বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন যে, আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গণতন্ত্রের কথা বলবে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল চেতনা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবে।


দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র রক্ষায় এবং মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে অনেক বেশি দায়িত্ববান হবেন বলে তারা আশা প্রকাশ করেন।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com