শিরোনাম
‘আ.লীগের এ সম্মেলন দিয়ে শান্তিপূর্ণ সহঅবস্থান সৃষ্টি হবে’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৭:৫৪
‘আ.লীগের এ সম্মেলন দিয়ে শান্তিপূর্ণ সহঅবস্থান সৃষ্টি হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টি শিষ্টাচার ও সহঅবস্থানে বিশ্বাস করে। যে কারণে আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রতিনিধি পাঠিয়েছি। আমাদের বিশ্বাস তাদের এই বর্ণাঢ্য সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সকল দল ও মতের শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত হবে।


রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


জাপা মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের মুল নেতৃত্ব দিয়ে যে দলটি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলো সেই দলের কাছে মানুষের বহু প্রত্যাশা। এই দলের শাসনামলে সন্ত্রাস-নৈরাজ্য থাকবে না এবং মানুষ নিরাপদে থাকবে বলে প্রত্যাশা করে। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন সকল মানুষ ও দলকে একত্রে করেছিলো ঠিক তেমনিভাবে এখনো স্বাধীনতার স্বপক্ষের সকল দলকে একত্রিত করে জাতীয় সমস্যা সমাধান করা এই আওয়ামী লীগের পক্ষেই সম্ভব বলে জাতীয় পার্টির বিশ্বাস।


তিনি বলেন, এরশাদ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করতেন না। সংস্কারের রাজনীতি করতেন। উপজেলা সৃষ্টি করে তিনি গ্রাম পর্যায়ে যে উন্নয়নের বিপ্লব সাধিত করেছিলেন তা এখনো ইতিহাসে সাক্ষী হয়ে আছে। উন্নয়নের চাবুক লাগাতে ২১ জেলাকে ৬৪টি জেলায় রূপান্তরিত করেন এরশাদ। যার কারণে শত অত্যাচার-অবিচার করার পরও জনগণের ভালবাসায় আজও তিনি বেচেঁ আছেন।


তিনি আরো বলেন, জাতীয় পার্টির শাসনামলে দলীয়করণ ছিলো না, যার কারণে দুর্নীতি প্রশ্রয় পায় নাই। আমাদের দলের নেতাদের বিরুদ্ধে শতশত দুর্নীতির মামলা হলেও একটিও প্রমাণ পায় নাই। অথচ নব্বইয়ের পরে অনেকেই ক্ষমতাকে ব্যবহার করে শতকোটি টাকার মালিক বনে গেছেন। সেখানে বিচারের বানী নিভৃতে কাঁদে।


পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারী, ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, মনিরুল ইসলাম মিলন, ইসহাক ভূইয়া, একেএম আসরাফুজ্জামান খাঁন প্রমুখ। সভা পরিচালনা করেন দলের যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন।


এছাড়া আরো উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খাঁন, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার, কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন রাজু, ফখরুল আহসান শাহাজাদা, হুমায়ন খাঁন, গোলাম মোস্তফা, এম আব্দুর রাজ্জাক খাঁন, জাহাঙ্গীর হোসেন, মাখন সরকার, ডা. সেলিনা খাঁন, মাসুদুর রহমান মাসুদ, আরিফুল ইসলাম রুবেল, নাজিম চিশতি, সোলাইমান সামি, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com