শিরোনাম
আ.লীগ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ০৯:৫৬
আ.লীগ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে। রবিবার সকাল সাড়ে সাড়ে ৯টার দিকে অধিবেশন শুরু হয়।

 

দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম এ জাতীয় সম্মেলনের প্রথম দিনে কাউন্সিলর, ডেলিগেট ছাড়াও ১২টি দেশের ৫৫ জন অতিথি যোগ দেন।

 

বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম বিবার্তাকে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ১৯টি সম্মেলন করেছে আওয়ামী লীগ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য ৭টি বিশেষ সম্মেলনও হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে দলের ভবিষ্যত নেতৃত্ব নির্বাচিত হয়। তাছাড়া সংকটকালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য বিশেষ সম্মেলন করে থাকে দলটি।

 

১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে দলীয় সভাপতি হয়েছেন সাত জন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নয় জন। এর মধ্যে বর্তমান সভাপতি শেখ হাসিনা সর্বোচ্চ সাতবার সভাপতি এবং সবচেয়ে বেশি চারবার করে সাধারণ সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান।

 

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরে ১৯৫৫ সালের তৃতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে সব ধর্ম-বর্ণের প্রতিনিধি হিসেবে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয় আওয়ামী লীগ।

 

বিবার্তা/আছিয়া/নিশি

 

>> আ. লীগের নতুন নেতৃত্ব নির্বাচন আজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com