শিরোনাম
সাংস্কৃতিক আয়োজনে মুখরিত সোহরাওয়ার্দীর মঞ্চ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ০০:৫৫
সাংস্কৃতিক আয়োজনে মুখরিত সোহরাওয়ার্দীর মঞ্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সন্ধ্যার আগেই সম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি টেনে সাংস্কৃতিক আয়োজন উপভোগের আমন্ত্রণ জানান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এর আধঘণ্টা পরেই সন্ধ্যায় গানে মত্ত হয়ে উঠে সোহরাওয়ার্দীর মঞ্চ।


নবীন ও প্রবীণ শিল্পীদের পরিবেশনায় সংগীতমুখর এক সন্ধ্যা উপভোগ করেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা।


অনুষ্ঠান পরিচালনায় ছিলেন-শমী কায়সার, ডা. নুজহাত চৌধুরী, আসলাম শিহির, মিজানুর রহমান সজল, আনজাম মাসুদ ও শাহাদাৎ হোসেন নিপু।


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পীদের গান দিয়ে শুরু হয় সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন। নৃত্য পরিবেশনা ও আদিবাসী সাংস্কৃতিক আয়োজনও উপভোগ করেন আগত অতিথিরা।


আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’কবিতাটি আবৃত্তি করেন। ‘আমার মুজিব কোথায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।


পরে আদিবাসী শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনায় অংশ নেয়। শেষে তরুণ শিল্পী কোনাল গেয়ে শোনান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com