
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা কমিটির অন্তর্গত সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার অন্তর্গত সকল উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা ও পৌরসভার ওয়ার্ডরে সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীগণ হলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাজকিন আহম্মেদ চিশতী, ড. মো. মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম।
সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলার অন্তর্গত সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পর্যায়ক্রমে সকল কমিটি গঠন করা হবে।
বিবার্তা/সেলিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]