শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না: জামায়াতের আমীর
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০
শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না: জামায়াতের আমীর
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাদেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে। যারা এসব কাজ করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদগণ জীবন দেয়নি। এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতেই তারা রাজপথে জীবন দিয়েছেন।


৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টায় তিনি জেলার সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজী উপজেলা শহরের পথসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন।


সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ফুলগাজীতে শহীদ শ্রাবনের কবর জিয়ারত করেন।


এর আগে, সকাল ৮টার দিকে ফেনী শহরের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মালম্বী মিতুল চন্দ্র দাসসহ তিন পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী শহর শাখার পক্ষ থেকে উপহারস্বরুপ ঘর উদ্বোধন করছেন আমীরে জামায়াত ডা শফিকুর রহমান।


সেখান থেকে পরশুরাম যাওয়ার পথে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন এ নেতা। তাঁর সফরসঙ্গী ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, একেএম শামছুদ্দিন, ফেনী জেলার আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি আবদুর রহিম প্রমুখ।


দুপুর দুইটার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমীরে জামায়াত।


এছাড়া বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে যাওয়ার পথে দাগন ভুঁইয়ার কামাল আতাতুর্ক হাইস্কুল মাঠে পথসভায় তিনি বক্তব্য রাখবেন বলে জানান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com