এবি পার্টির ১০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৫
এবি পার্টির ১০২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৭ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট ১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।


শনিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।


গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের ১ম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিন জনকে মনোনয়ন দেন। তারা হলেন, ব্যারিস্টার নুরুল গাফ্ফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।


বর্তমান কমিটিতে পূর্বেকার দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে। নতুন করে ৮ জন নেতাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সাথে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও ৮ জনকে যারা মূলত: ৮ টি বিভাগে সংগঠন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদে দুইজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে।


এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে। দলের আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে আগের মত এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেয়া হয়েছে যাতে তৃণমূলের নেতাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষণীয়। এর বাইরে নতুন ঘোষিত কমিটির অন্যতম বৈশিষ্ট্য হলো কমিটিতে বেশ কিছু বিভাগীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে শ্যাডো কেবিনেটের আদলে। এজন্য শ্যাডো কার্যক্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের অন্যতম তরুণ নেতা ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে। তিনি পুরো বিষয়টি দেখভাল করবেন।


নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শীঘ্রই কাজ শুরু করবে এবং দলে ব্যাপক গতিশীলতা তৈরি হবে বলে আমরা মনে করি। গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে শুরু থেকেই একটা সুশৃঙ্খল ঐতিহ্য দলে তৈরি হওয়ার ব্যাপারে তারা দু’জনই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com