
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় এটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ- এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, এ সংলাপে অংশ নিতে কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে রওনা হবেন।
বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ সংলাপ শুরু হওয়া কথা রয়েছে। এর আগে সংলাপে বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তার খবর আসে।
প্রসঙ্গত: বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সর্বদলীয় এ বৈঠক আয়োজনের কথা মঙ্গলবার জানান উপদেষ্টা মাহফুজ আলম।
এদিন সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন। তারা অংশ গ্রহণ করবেন না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]