চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ।


বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ছাড়াও উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দূতাবাসের আরও দুই ঊর্ধ্বতন কর্মকতা।


বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।


এ সময় গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়ে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে চীন সব অংশীজনকে নিয়ে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।


পরে গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত।


বিবার্তা//এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com