
ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার (৭ জানুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ছাত্র
রাজনীতির সংস্কার প্রসঙ্গ; ডাকসু, জাকসু, চাকসু, রাকসু শিরোনামে জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সভায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান। অন্যথায় তারা মনে করেন গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে দেশের কথা মাথায় রেখে সকল ছাত্র সংগঠনকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. কামরুল আহসান।
এসময় ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে ব্যানারে নাম থাকলেও উপস্থিত হননি ছাত্রদলের কোনো নেতাকর্মী।
বিবার্তা/বাশার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]