
ছাত্র-তরুণরা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে।
২৭ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
৭২ সালের সংবিধানে স্বৈরাচারী কাঠামোর গোড়াপত্তন হয়েছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, তবে গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে এবার।
জোনায়েদ সাকি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে একটা কমিশন প্রয়োজন। যেখানে সরকারি, বিরোধী দল থাকবে। সবক্ষেত্রেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে।
একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজসহ আরো অনেকে বক্তব্য দেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]