সচিবালয়ে অগ্নিকাণ্ড উদ্বেগজনক: বাংলাদেশ ন্যাপ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১০
সচিবালয়ে অগ্নিকাণ্ড উদ্বেগজনক: বাংলাদেশ ন্যাপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডকে উদ্বেগজনক হিসাবে আখ্যায়িত করে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে গভীর ষড়যন্ত্র। সরকারকে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে এবং ঘটনার প্রকৃত রহস্য দেশবাসীকে অবহিত করা উচিত।’


২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ মন্তব্য করেন।


তারা বলেন, ‘সরকারি ছুটিতে অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকার পরও কীভাবে আগুন লাগল। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এ ঘটনার প্রকৃত রহস্য জাতি দ্রুততম সময়ে জানতে চায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দপ্তর অবস্থিত। এর মধ্যে রয়েছে, অর্থ মন্ত্রণালয় এবং এর অধীন অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।’


নেতৃদ্বয় আশঙ্কা প্রকাশ করেন যে, ‘বিগত সরকারের প্রধান ও তার সহকর্মী-সহযোগিদের নথি চাওয়ার পরই সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে চিন্তিত করে তুলেছে। চারদিকের বিভিন্ন দুর্ঘটনায় সমগ্র দেশবাসী উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হয়ে পড়ছে। যা কোন শুভ লক্ষণ নয়।’


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com