
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন রিকশা প্রতীকে লড়বেন।
২১ ডিসেম্বর, শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তার নিজ গ্রাম হাসামদিয়া থেকে এলাকাবাসী ও দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এই নেতা বলেন, গত ১৬ বছর আলেম-ওলামারা নির্যাতিত নিপীড়িত ছিলেন। আমি নিজেও কয়েকবার কারাবরণ করেছি। আমরা কোনো ধর্মীয় সভা, মিটিং, মিছিল কিছুই করতে পারিনি। অহেতুক আমাদের হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের কোনো বাক স্বাধীনতাই ছিল না। গত ৫ আগস্টের পর আলেম ওলামারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জামায়াতে ইসলামসহ সমমনা ১২টি ইসলামিক দল এক হয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হবে, আগামীতে আলেম ওলামারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।
তিনি বলেন, ফরিদপুর-১ আসন আল্লামা মামুনুল হক আমাকে রিকশা প্রতীক উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আলেম সমাজের প্রতিনিধি হিসেবে আমি ফরিদপুর ১ আসনে রিকশা প্রতীক নিয়ে লড়ব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
বোয়ালমারী পৌর খেলাফত মজলিসের সভাপতি মুফতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. মিজানুর, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুব মজলিসের সভাপতি মো. মাও. মিজানুর রহমান, বোয়ালমারী উপজেলা যুব মজলিসের সভাপতি হাফেজ শাহারিয়া, মাওলানা নুরুল ইসলাম, মাও. আবু ইউসুফ, আব্দুল আজিজ, হাফেজ ইসহাক প্রমুখ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল খায়ের।
বিবার্তা/মিলু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]