নিজাম হাজারী ও দুর্জয়ের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭
নিজাম হাজারী ও দুর্জয়ের বিরুদ্ধে দুদকের মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।


নিজাম হাজারীর বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাবেক এই এমপির ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এরমধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।


অপরদিকে দুর্জয়ের বিরুদ্ধে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন সংস্থাটির পরিচালক মো. আবুল হাসনাত।


দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বুধবার বিকেলে এক অনুষ্ঠানে বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসময় তিনি আরও বলেন, দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না। এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com