
স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না। মানুষের জন্ম-মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে বলে মন্তব্য করেছেন, শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না। মানুষের জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে ২৪ এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে।
তিনি আরও বলেন, খুব দ্রুত নির্বাচন না হলে বা নির্বাচনে না গেলে দেশের মানুষ বিক্ষুব্ধ হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]