কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশি অভিযানের নামে জাসদ নেতাকে হত্যার প্রতিবাদ ও দোষী পুলিশ সদস্যদের আইনের হাতে সোপর্দ ও বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি।
বিবৃতিতে জাসদ সুনির্দিষ্টভাবে অভিযোগ করে জানায়, গতকাল ১৩ ডিসেম্বর রাতে কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশি অভিযানের নামে চাঁদগ্রাম ওয়ার্ড জাসদের নেতা রফিকুল ইসলাম দুদুকে নির্মমভাবে পিটিয়ে ঘাড় ভেঙে মুমূর্ষু অবস্থায় ব্রিজ থেকে নিচে ছুড়ে ফেলে হত্যা করেছে। নিহত রফিকুল ইসলাম দুদুর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিল না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভেড়ামারা থানার ওসি, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এই পুলিশি অভিযান সম্পর্কে কিছুই জানাতে পারেন নাই।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি বিবৃতিতে, ভেড়ামারায় তৃণমূল পর্যায়ের জাসদ নেতা রফিকুল ইসলাম দুদুকে পুলিশি অভিযানের নামে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই জঘন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের আইনের হাতে সোপর্দ ও বিচারের সম্মুখীন করার দাবি জানায়।
বিবার্তা/এসবি/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]