বাংলার মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র চায়: মাসুদ সাঈদী
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬
বাংলার মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র চায়: মাসুদ সাঈদী
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলার মানুষ চায় একটি নীতি-নৈতিক পূর্ণ রাষ্ট্র, বাংলার মানুষ চায় একটি বৈষম্যহীন রাষ্ট্র, বাংলার মানুষ চায় যেখানে গরীব, দুঃখী মেহনতি মানুষ সবাই এক কাতারে থাকতে পারবে। যেখানে কোনো অনাহার থাকবে না, ঘরে ঘরে চাকরি থাকবে, যেখানে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে বাংলার মানুষ এমন একটি রাষ্ট্র চায়।


৭ ডিসেম্বর, শ‌নিবার জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী জামায়াতে ইসলামী পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন কর্তৃক স্থানীয় বন্দর বাজার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।


মাসুদ সাঈদী বলেন, ২০১৪ সালে আমাদের ভোটের জন্য আন্দোলন করতে হয়েছে, ১৮ সালে আমাদের ভাতের জন্য আন্দোলন করতে হয়েছে। সর্বশেষ ২০২৪ সাল আমাদের ব্যাপক রক্তক্ষয়ীর মাধ্যমে আমাদের ভোটের অধিকার, মানব অধিকার, ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। তাহলে আমরা আর কতকাল রক্ত দিবো, আর কতকাল আমাদের মধ্যে সংঘর্ষ হবে, আর কতকাল বাংলাদেশিরা বিভাজনের রাজনীতি করবে। আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান বাংলাদেশের নাগরিক, আর আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে এক সঙ্গে বাস করতে চাই। আমরা আর কোনো রক্ত ঝড়াতে চাই না। কিন্তু একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র আমরা কীভাবে পাবো?


তিনি আরো বলেন, ৫৩ বছরে অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিকে আপনারা পরীক্ষা করেছেন। অনেক নেতাকে আপনারা রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন বিনিময়ে আপনারা কি পেয়েছেন? বিনিময়ে আপনারা পেয়েছেন কানাডায় বেগম পাড়ায় বাড়ি। ১৯৭১ থেকে ২৪ সাল ভোট দিয়ে আপনারা যাদের ক্ষমতায় বসিয়েছেন তার ৯৯ ভাগ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঘুসখোর, ধর্ষণকারী, তাহলে আপনার এই ধরনের লোকদেরকে আর নেতৃত্ব আসনে বসাতে চান?


উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, পিরোজপুর জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।


গণসমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এড. আবু সাইদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা সভাপতি শেখ আবু হানিফ প্রমুখ।


বিবার্তা/মশিউর/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com