দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. জাহিদ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. জাহিদ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমরা বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তি সুশৃঙ্খলভাবে বসবাস করি। এখানে ধর্ম এবং বর্ণের কোনো বৈষম্য নেই। তাই আগামীতে এই দেশকে এগিয়ে নিতে, দেশ ও জাতির কল্যাণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের) প্রধান ও সহকারী শিক্ষক, এতিমখানার মোহ্তামিম, মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং বিভিন্ন ধর্মালম্বীদের সাথে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন।



৬ ডিসেম্বর, শুক্রবার সকাল এগারোটায় পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল এর সঞ্চালনায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


প্রধান অতিথি দুপুর বারোটায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এসে পৌঁছালে প্রথমে তাকে স্কাউটস এর ছাত্ররা সংবর্ধনা জানায় এবং পরে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর প্রধান অতিথি মাঠে উপস্থিত সকল শিক্ষক ও মসজিদের ইমাম, মোয়াজ্জেমদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


প্রধান অতিথি অধ্যাপক ডা. জাহিদ হোসেন তার বক্তব্য বলেন, আওয়ামী সরকারের দোসররা এখনও ঘুপটি মেরে এবং বিভিন্ন ছদ্মবেশে আছে। তাই আমাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগসহ বিভিন্ন ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের বন্ধু দেশ ভারত ও আওয়ামী দোসররা উসকানি দিচ্ছে। এসব উসকানিমূলক কোন কথা বা কাজে কান দেওয়া যাবে না। বরং দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলে জানান তিনি। সবশেষে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া আহ্বান করেন।


এ সময় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি আকতার হোসেন জুয়েল, সহ-সভাপতি আতিকুর রহমান (রাজা), সহ-সভাপতি মোকাররম হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. আকরাম হোসেন মন্ডল, সাবেক জেলা বিএনপির নেতা মকবুল রহমান গোর্কি, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, চন্ডিপুর জামে মসজিদের ইমাম তানজীরুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মামুনুর রশীদ, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, মাদ্রাসার সুপার রোস্তম আলী, হাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, তোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক মাহবুবর রহমান রাজু, বাবু মিয়া, সনাতন ধর্মালম্বীদের পক্ষে অলক কুমার বসাক মিন্টু প্রমুখ।


বিবার্তা/রব্বানী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com