
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র-গণবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে। দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে। ডিসেম্বর মাসে আরও চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ ও ছাত্র-গণবিপ্লবের হাজার হাজার ছাত্র-জনতার রক্তের শপথ, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ এ কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগ জাসাস এ কর্মসূচির আয়োজন করে।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকোনুজ্জামান সরকার রোকন, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ।
আলোচনা সভার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আসা শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি ৭ নভেম্বরকে ভয় পায় বলেই গত ১৫ বছরে তারা সিপাহি-জনতার বিপ্লবের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]