সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে বিস্ফোরক আইনের মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয়। এসময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত ৭ বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়।
এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]