অন্তর্বর্তী সরকার ব্যাসিক নিড দিতে পারছে না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আমরা ভোটের কথা বলবো না কেন? কোনো সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারে না। রাজনীতিবিদরা আর কত ধৈর্য ধরবে।
অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, রাজনীতিবিদরা আর কত ধৈর্য ধরবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এই প্রশ্ন রাখেন।
আবদুস সালাম বলেন, এই সরকার যেগুলো ব্যাসিক নিড, সেগুলো দিতে পারছে না। আজকে যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরকে চিকিৎসা হচ্ছে না। পানির দাম কমাতে পারে নাই। বিদ্যুতের দাম কমে নাই। ব্যাংক যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যক্রম চোখে পড়ছে না ৷ আর কত ধৈর্য ধরবে রাজনীতিবিদরা।’
যাদের উপদেষ্টা করা হচ্ছে, তাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপরসনের এই উপদেষ্টা। বলেন, সরকারের যেকোনো সিদ্ধান্ত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে নিতে হবে।
নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘স্বাধীনতার আগের থেকেই আমরা ভোটের জন্য লড়াই করছি। আওয়ামী লীগ সরকার আসার পর আমরা ভোটের জন্য যুদ্ধ করেছি। আমরা ভোটের কথা বলবো না কেন? কোনো সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারে না। সুতরাং দ্রুত নির্বাচন দিন।’
উপদেষ্টাদের বক্তব্য দেয়ার সময় সৎ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিয়েছি আরও দেব। তবে ভবিষ্যতে আর যেন কোনো আবল-তাবল সিদ্ধান্ত না নেয়া হয়। সব সিদ্ধান্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নিতে হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]