
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ অক্টোবর, শনিবার সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৭ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী হত্যা মামলার তদন্তে গ্রেফতার আজহারুলের নাম পাওয়া গেছে।
তদন্তাধীন মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]