
স্বাস্থ্য উপদেষ্টা মিস. জাহানারা বেগমের সাথে সাক্ষাৎ করে স্বাস্থ্য সেবা বিষয়ে দলের সুপারিশমালা তুলে ধরেন এবি পার্টির নেতারা। এসময় তারা ১৩ দফা সুপারিশসহ স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।
২০ অক্টোবর, রবিবার বেলা দেড়টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এসময় দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভুঁইয়া, দলের স্বাস্থ্যসেবা নীতি প্রণয়ন কমিটির সদস্য ডা. সোনিয়া জেমিন প্রীতি তার সঙ্গে ছিলেন।
স্বাস্থ্য উপদেষ্টা এবি পার্টি উত্থাপিত সুপারিশগুলো গ্রহণ করেন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্কার বিষয়ে নেতৃবৃন্দের মতামত জানতে চান।
নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও বিভিন্ন পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া ও জনসংযোগ বিভাগকে আরও সক্রিয় করার অনুরোধ করেন।
এবি পার্টির পক্ষ থেকে স্বাস্থ্য উপদেষ্টার নিকট উত্থাপিত সুপারিশগুলো নিম্নরূপ:
১ ) জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশনের কার্যক্রম দ্রুত শুরু করা এবং অংশীজনদের মতামত গ্রহণ;
২) ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন’ প্রণয়ন করা;
৩) জনস্বাস্থ্য ও প্রাইমারি হেলথ কেয়ারকে সর্বাধিক গুরুত্ব দেয়া;
৪) স্বাস্থ্য শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা;
৫) বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী চিকিৎসকদের ও ইন্টার্নদের মানসম্মত ভাতা বৃদ্ধি করা;
৬) রেফারেল সিস্টেম চালু করা;
৭) মানহীন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেয়া;
৮) বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আলাদা বেতন কাঠামো তৈরি করা;
৯) ওষুধের দাম কমানো ও জাতীয় ওষুধ নীতি কঠোর ভাবে মেনে চলা;
১০) অতীতের দুর্নীতি ও সকল প্রকার অনিয়মের পুনরুত্থান রোধ করা;
১১) বিদ্যমান পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোর সময় কমিয়ে এনে ট্রেইনিদের মধ্যে বিদ্যমান হতাশা দূর করে কোর্সগুলোকে গতিশীল করা, পাশের হার বাড়ানো;
১২) ৪২তম বিসিএস সহ চূড়ান্তভাবে নির্বাচিত সকল আবেদনকারীদের পদায়নের সুপারিশ করা;
১৩) প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ও পোশাক শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল স্থাপনের মাধ্যমে তাদের পরিবারের চিকিৎসা নিশ্চিত করা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]